এ যেন শত কোটি ভুখা মানুষের মিছিল,
মানুষের হাড়ছিড়ে মাংস খায় হিংস্র চিল ।
হাড় জিরজিরে অনাহারী সকল প্রান,
কোথায় গেল কবি তোমার সাম্যের গান ?


চারদিকে ক্ষুদার হাহাকার, যেন জীবন্ত কঙ্কাল,
নেতা তুমি অট্টালিকায়, গুদাম ভরা তোমার চাল ।
খাদ্য দিয়ে করছো তুমি গাড়ির জ্বালানী,
অস্র দিয়ে ধংস করো মানবতা, তুমিতো খুনি ।


অভাবে জর্জরিত লক্ষ কোটি লোক,
খাদ্যের শ্রাদ্ধ করে করছো জাতীয় শোক ।
কি নিষ্ঠুর তামাশা বিশ্বজুড়ে,
যখন যাকে মারছো ফুঁড়ে আস্তাখুরে ।


সাবধান নেতা, এই গদি তোমার চিরদিনের নয়,
জাগছে জনতা বুকের মাঝে রাখো ভয় ।
এসো হে সংগ্রামী শ্রমিক জনতা,
উড়িয়ে দাও সারাবিশ্বে সুদিনের বারতা ।