আমি যুবক, আমি নবীন ,
আমি শোধরাতে চাই সেই ভুল,
যা করে গেছে আমার প্রবীণ ।


আমি নতুন দিনের নতুন কবি,
নতুন করে আঁকতে চাই,
পুরনো দিনের বাঁধানো ছবি ।


আমিই শক্তি আমি সঞ্চার,
আমি মজদুরের হাতিয়ার ।
আমি উচ্ছল, আমি চঞ্চল,
আমি তারকার মত ঝলমল ।


আমি মহা সমুদ্রের ঢেউ,
আমি হারিয়ে যাওয়া কেউ ।
আমি উচ্ছ্বাস আমি আনন্দ,
আমি প্রতিটি ফুলের সুভাষিত গন্ধ ।


আমি ডানা মেলা পাখি,
আমি কিশোরীর হাতের রাখী ।
আমি দুরন্ত, আমি দুর্বার ,
আমি উদ্যোম শান্তির দ্বার।


আমি রাখালের বাশির সুর,
নতুনের বাশি বাজাই সুমধুর ।
আমি সূর্য দীপ্ত তপ্ত আগুন,
আমি ফুলে ফুলে ভরা উদ্বেলিত ফাগুন ।


আমি চির চেনা সবুজ তারুন্য,
আনি মরুর বুকে গড়তে আসিয়াছি অরন্য ।
আমি মৃত্যু ভয়ে অকুতোভয়, সৈনিক,
হাতে নিয়ে মৃত্যু ছুটে চলি দিক-বেদিক ।


আমি মায়া, মমতার বন্ধন,
আমি মুছে দিব সকল ক্রন্দন ।
আমি আলোর ঝলকানি,
আমি প্রিয়ার মন ভোলা চাহিনি ।


আমি প্রেমিক, আমিই ভালোবাসা,
আমি মিথ্যা ভণ্ডের সর্বনাশা ।
আমি ক্লান্ত মজুরের তৃপ্ত শিতল জল,
আমি গেয়ো বঁধুর নকশী আঁচল ।


আমি গগন, আমি পবন,
আমি সোনালী ভোরের স্বপন ।
আমি রাত জাগা পূর্ণিমা,
আমি বিধাতার অপরুপ মহিমা ।


আমি হাসি, আমি গান,
আমি পৃথিবির মহা-প্রয়ান,
আমি কষ্ট শেষে এক চিলতে সুখ,
আমি অন্যায়ের জন্য দুখ ।


আমি পরাধীনতার ভাঙ্গা শৃংখল,
আমি স্বাধীন চেতা আগুনের স্ফুংগল,
আমি শান্তি, আমি কামনা,
আমি প্রেমিক মনের বাসনা ।


আমি যৌবনে, তারুন্যের টগবগ রক্ত,
আমি কঠিন হীরার চেয়েও বেশি শক্ত ।
আমি সাহস, আমি উৎসাহ,
আমি ভাঙ্গিতে আসিয়াছি পুরনো প্রবাহ ।


আমি অসীম, আমি বেদুঈন,
আমি অন্ধকার অরণ্যেরও গহীন ।
আমি দুর্গম, গিরি পাহার,
আমি অন্ন হীন মানুষের আহার ।


আমি প্রতিটি সোনালী ভোরের অভি,
আমি নতুন করে গড়তে আসিয়াছি পৃথিবী ।
আমি তরুন, আমি যুবক,
আমি অসহায় মানুষের সেবক ।


আমিই সত্য, আমি পূর্ণ,
আমি মিথ্যা পাপকে করিবো চূর্ণ-বিচূর্ণ ।
আমি মেধা, আমি বিকাশিত আলো,
আমি বিদ্রোহীর বুকে, আগুন জ্বালো ।


আমিই শ্রেষ্ঠ,
যৌবন আমার নাম,
যুগ যুগ ধরে সব অন্যায়ের ভীতি আমি,
আমি গনমানুষের চির সংগ্রাম ।