কবির কবিত্ব বিলীন প্রকৃতির মাঝে,
আমির আমিত্ব বিলীন জীবিকার কাজে ।
আমি এখন গাছের পুরনো ঝরা পাতা,
আমার নিঃসরিত কালিতে খুলুক নতুনের খাতা ।


আমায় অমানুষ বলতে পারো,
হারিয়েছি মনুষ্যত্বের সব ।।
অথচ একদিন স্বাধীনতার পতাকা উরিয়েছিলাম,
আমিই আসম আব্দুর রব ।।


যৌবন যে হারিয়েছে, সে হারিয়েছে জীবন ।
অন্যায়ের সাথে যে আপোষ করেছে, বেছে নিয়েছে মরন ।
জীবন যে চায় মৃত্যুকে বাধে আলিঙ্গনে,
মাথা উচু করে প্রতিবাদী হয়, ভয় কি মরনে ।।


অবনত মস্তকে আপোষ করে যায়,
ভীতু জীবনের কাঙাল ।
পৃথিবী তারে করুণা করে,
মুক্ত করতে চায় এই জঞ্জাল ।।


বেঁচে আছি, মরে গিয়ে বাঁচি,
বেঁচে থাকার বড় দায় ।
মানুষ হয়তো হতে পারিনি, তবু রক্ত বিদ্রোহ করে,
দেখলে এত অন্যায় ।