ইভিএম এ নির্বাচন
- সহিদুল ইসলাম
নির্বাচনের গরম হাওয়ায়
ঢাকা শহর কাঁপে,
ইভিএম এর ব্যবহার চলছে ধাপে ধাপে।
কালির সিল ও ব্যালট পেপার
সবার জন্যই বোঝা,
ইভিএমে ভোট দেয়া যে এক্কেবারে সোজা।
আঙ্গুলের ছাপ দিলেই
সব তথ্য আসে,
মনিটরে ছবি দেখে ভোটদাতা যে হাসে।
ছ-সাত পাএগিয়ে গেলে
ব্যালট ডিভাইস রাখা,
গোপন ভুতে একাই যাবে এক্কেবারে ফাঁকা।
অফিসার ওকে দিলে
নেই যে কোন ভয়,
সাদা বাটন সবুজ বাটন টিপলেই ভোট হয়।
একবার বা দু'বার যদি
কেউ করে গো ভুল,  
সংশোধনের সুযোগ আছে হতে নেই ব্যাকুল।
লাল বাটনে চাপ দিয়ে ভাই
আবার সাদা সবুজ,
চাপলেই ভোট হয়ে যাবে কেউ নয় তো অবুঝ।
দু"চারবার ভোট দেয়ার
সুযোগ যে আর নাই,
ইভিএমই বলে দেবে ভোট দিয়েছো ভাই।
গণনার বিষয়টাও  
দেখতে লাগে বেশ,
মুদ্রণ চাপলেই যে ভোট গণনা শেষ।
সঠিক ভাবে ভোট নেয়া যে
ইভিএম এর কাজ,
গুজবে আর কান দিবোনা শপথ নিলাম আজ।
২৯/০১/২০ইং