কারিগরি ছাত্র ওরা
সহিদুল ইসলাম


যাদের নিয়ে কিছু মানুষ করছে উপহাস
যাদের নিয়ে তিরস্কারে যাচ্ছে কেটে মাস
তাদের নিয়েই  লিখছি বসে কাব্যখানি মোর
হয়তো পড়ে অনেকেরই ক্লান্তি হবে দূর।
ছাত্র ওরা কারিগরির তাইতো  অবহেলা
প্রতিদিন তাদের নিয়ে হচ্ছে হাসির মেলা।
বিদ্যা শিখে বড় হবে পূরবে মনের আশ
ঝরেপড়া ছাত্র ওরা তাইতো অপরাধ।
এসএসসি পাস শেষে ডিপ্লোমা পাস করে
চাকরি নামের সোনার হরিণ নিচ্ছে ওরা কেরে
অন্য দিকে জেনারেলের ছাত্র হয়েও ভাই
সর্বোচ্চ ডিগ্রি নিয়োও করছে খাই খাই,
ছুটছে ওরা এদিকওদিক  চাকরি ওদের নেশা
ব্যর্থ হয়ে ফিরছে ঘরে পাচ্ছে না যে পেশা।
শিক্ষকতায় জড়িয়ে আছি কারিগরীর সাথে
নিত্যনতুন হচ্ছে মানুষ আমারি নিজ হাতে।
অত্যধিক শ্রদ্ধা ওদের ভক্তি ভরা মন
তাইতো আমি ওদের নিয়ে লিখছি কিছুক্ষণ।
ঝরে পড়া ছাত্র হয়েও নেইযে ওরা বেকার
মিছেমিছি হচ্ছে ওরা অবহেলার শিকার।
কারিগরি ছাত্র ওরা নেইতো ওদের ভয়
ভবিষ্যতে বিশ্বটাকে করবে তারা জয়।
তাইতো চলো সবাই মিলে ওদের ভালোবাসি
ধন্য হবে জাতি মোদের ফুটবে মুখে হাসি।