ভালোবাসার কবর-১৩
- সহিদুল ইসলাম


আম্মু ও সে খাটের শুতো
আমি শুইতাম নিচে
বিশ্বাস করো বন্ধু আমার
বলছিনাতো মিছে।
পরীক্ষা শেষ হলে যে
আর হলোনা দেখা
সেই স্মৃতি যে হৃদয় পটে
রক্ত দিয়ে লেখা।
তিন মাস পর রেজাল্ট হলো
ফুটলো মুখে হাসি
পুরস্কারে ধন্য হলাম
মুগ্ধ গ্রামবাসী।
কলেজে তে ভর্তি হয়ে
থাকি পুরান ঢাকায়
পাল্টে গেল জীবন গতি
পরে গোলক ধাঁধায়।
আমি থাকতাম উপর তলায়
সুন্দরী এক নিচে
কাব্য প্রেমের ভালোবাসায়
ছুটতো আমার পিছে,
তাকে নিয়ে সৃষ্টি হলো
নতুন ইতিহাস
জীবন কানন শূন্য হলো
কাটলো কত মাস,
সে ভাবতো  তাকে নিয়েই
কাব্য লেখা মোর
তাকে নিয়েই কাটে আমার
সন্ধ্যা রাত ও ভোর।