পৃথিবীর সব রং আজ লাল
‎যখন তুমি লাল শাড়ীতে
‎শীতে যেন ফাগুন ফিরেছে
‎প্রেমের পরশ বিলিয়ে দিতে।।

‎হারিয়ে পেলেছি আজ দূরত্বটা
‎প্রিয় তোমার চোখের খোলাজে
‎ভুবন ভুলানো মায়াবী সে হাসিতে
‎ভালোবাসা জমেছে মনের ভাঁজে।।

‎লালচে পরি আজ লাল ফুটালে
‎আমার মনের রাঙা বাগান জুড়ে
‎প্রেমে পড়েছি ফের হারিয়ে লালে
‎হৃদয়ে রেখেছি নয়তো তুমি দূরে।