ভাবছি,
একটি রকেট কিনবো
তাতে চড়ে উড়াল দিবো
মঙ্গলের কক্ষপথে
আচ্ছা,
একলা ভাল?
নাকি,
তাকে সঙ্গে নিলে?


এই পৃথিবীর মানুষগুলো
দিনকে দিন
যাচ্ছে ভুলে
মানুষ নামের অস্তিত্বকে।


মঙ্গলের ছোট্ট ঘরে
আঁকবো ছবি
ইচ্ছে মত
নদীর সাথে সাগর মিশে
তুলবে ঢেউ মোহনাতে।


পাখিরা সব মুক্ত থেকে
কিচিরমিচির করবে সদা
সবুজ গাছের ডালে বসে।


যদি সে সঙ্গে থাকে
বলবো তারে গাইতে গান
দেশের গান,
প্রানের গান।


যদি একলা থাকি
হাতে নিবো সুরের বাঁশি
তুলবো সুর
মাগো তোমায় ভালবাসি।


হয়তো আমি দেখবো না
ধানের শীষের শিশির ফুটা
পাল তোলা নৌকা বাওয়া
তবুও বুকের কোনে
থাকবে জমে ভালবাসায় জনম ধরে।