কে আছো হে নাবিক
সম্মুখে আসো---
ধর ঢাল, উঠাও তলোয়ার
হও আগুয়ান- ভেঙ্গে ফেল বন্দী শিকল
মুক্ত কর আলো।
হে নাবিক- দেখ পিছে ফিরে
সহস্র হাত তোমার প্রার্থনায় মশগুল।


হায়নার থাবায় এ দেশের আকাশে কালো মেঘ
লুটে-চুষে কঙ্গাল এ বাংলা
হৃদয় স্পন্দন কমিতেছে ধীরে ধীরে
অসাড় হতে আর কতক্ষন?
হে নাবিক-তুমিতে শেষ ভরসা
ছেঁড় না হাল, শক্ত করে বাঁধো পাল
নিয়ে বুকে হিম্মত-পড় ঝাঁপিয়ে
আঁধার টুটিবেই
স্বৈরাচারের শিকল ভেঙ্গে
সত্যের আলো পুবে উঠিবেই।