হেঁটেছো কখনো নদীর তীরে?
শুনেছো কি কভূ তাঁর মনের কথা?
না শুনলে- কানটি পাত চুপিসারে
শুনবে; ঢেউয়ে ঢেউয়ে সে বলছে ডেকে--
"হে খোকা তোর চিন্তা কিসের?
গোমড়া মুখে ভাবো কি দিনে-রাতে?
--আমার মত ছুটে চল,
আপন মনে।
জীবনটাকে দাও বিলিয়ে সবার তরে,
দেখবে তুমি এই পৃথিবী হচ্ছে নত-
তোমার কাছে।