ধুর ছাঁই লিখি কি
পারি না তো অঙ্ক
ইতিহাসের প্যাঁচে পড়ে
ইংরাজীটাও গেছে সাথে
বাংলাটা পারি ভাল
বানানে যা হের-ফের,
ভূগোলের ম্যাপ দেখে
খুঁজি-ফিরি সিন্দুক
নিন্দুকেরা বলে বেড়ায়
আমি নাকি উল্লুক!
উদ্ভট কথা শুনে
রাগে-ক্ষোভে চোখ জ্বলে
তবুও মিছে হেসে
বলি ভাই শনো
নজরুল কবে গেছে
চেরাগের খোঁজে-কলেজের গেটে?
বিদ্যা নয় শুধু-
পুস্তকে ভরা
মন খুলে দিল দিয়ে
খুঁজে দেখ ভাই
বিদ্যা ছড়িয়ে আছে
সারা জগৎময়।