নষ্ট ছেলে
'''''''''''''''''
লোকে আমায় ভৎস করে
কুৎসা কথা বলে
আমি নাকি মিশে গেছি
দুষ্ট ছেলের দলে।


কার কারণে নষ্ট আমি
কাহার প্রেমের ছলে
পথ হারিয়ে ভুল পথেতে
চলি হেলে দুলে।


সত‍্যটা আজও কেউ জানে না
কও গো মুখটা খুলে
প্রেমের মায়ায় বন্দি করে
আমায় গেছ ভুলে।


পাহাড় সম কষ্ট আমার
চোখ ভাসে আজ জলে
সোনার যৌবন শেষ হয়েছে
প্রেমের গ‍্যাঁড়াকলে।


প্রেম ছলনে পড়ে আমি
বন্দি মায়াজালে
তাই তো আমায় আস্ত ধরে
খাচ্ছে সবে গিলে।


সত‍্য যদি না বলে দাও
মুখের বেড়া খুলে
নইলে আমি কলঙ্ক ফুল
গলায় দেবো ঝুলে।