শুরু হয়ে গেছে অনাগত শীতের
অগ্রীম প্রস্তুতি,
চারিদিকে বয়ে চলছে
হিমেলের মৃদু মৃদু হাওয়া।
হাসিতে মেতে উঠেছে
সবুজের শ‍্যামলীমা,
বাতাসে দোলছে ধান।
ভোরে ঝরছে হালকা শিশির,
নদীর বুকে শুরু হয়েছে
স্রোতে হারা ভাটির টান।
আকাশ হতে হারিয়ে যাচ্ছে মেঘ,
বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টির ঝনঝন শব্দ,
কমে যাচ্ছে রোদের তীব্রতা,
নিশীতে ছড়াচ্ছে
কোদ বেলের মৌ মৌ গন্ধ।
ধানের ডগায় ছুটাছুটি করছে
বাদামি রঙের ফড়িং
বরোই ডালে ফুটেছে মুকুল,
শাখায় শাখায় বসছে ভ্রমর,
পাখিরা করছে সুটিং।