তুমি ভুলের কতটুকু
অনুশোচনা করেছ যে তুমি
অবসাদ মুক্ত জীব যাপন করবে?
ক'টা রাত নির্ঘুমে কাটিয়েছ
প্রায়শ্চিত্ত করার জন‍্যে
যে আরামে ঘুমাবে পতি সঙ্গে করে?
কতটুকু চোখের জল ফেলেছ যে
ভালোবাসায় সিক্ত হবে?
প্রেমের তরে কী তুমি জলাঞ্জলি দিয়েছ
যে সুখের সাগরে ভেসে বেড়াবে?
তুমি কি ভেবেছ নিয়েছে যে
পাপের মাসুল না দিয়েই
শান্তিতে বসবাস করবে?
অসহায় প্রেমিকের চোখের জল
মুছে না দিয়ে পার পেয়ে যাবে?
প্রেমিকের চিত্তে জ্বালানো
আগুন না নিভাতে পারলে
তুমি কখনই শান্তিতে থাকতে পারবে না
এই ধরার বুকে।
ছলনা বিনাশী মশক  
আজীবন চুষে খাবে
তোমার শরীরের রক্ত।
এমন কিছু তুমি জলাঞ্জলি দেউনি
যে অতি সহজে হাসবে পরাণ ভরে?
শান্তির নীড় দাঁড় করাবে
আজীবনের জন‍্যে।
তোমার প্রেমের জালে বন্দি হয়ে
অসহায় প্রেমিক নির্ঘুমে
পার করছে রাতের পর রাত।
অপবাদের গ্লানি ঘাড়ে নিয়ে
ছটফট করেছে বারংববার
একটুও সময় হয়নি তোমার
তার কষ্টগুলো কান পেতে শোনার।
আজ কেন এত হাহাকার?
বেদনার আঘাতে ঝরানো অশ্রু
যে দিন তুমি কোমল হাতে
মুছে দিতে পারবে
সেদিন হতে তুমি অবসাদ মুক্ত
জীব যাপন করতে পারবে,
তার আগে না।