বাবা
===
পৃথিবীতে সুখ বিমুখ একমাত্র ব‍্যক্তি  হলো বাবা।
বাবা সন্তানের সুখ ছাড়া
নিজের জীবনের কোন সুখ প্রত‍্যাশা করেন না।
সন্তানের সুখের জন‍্য বাবা এমন কোন
ত‍্যাগ নাই যা তিনি বিসর্জন দেন না।
সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে
প্রতিষ্ঠিত করা পর্যন্ত সকল ধরনের কষ্টকে
বাবা সুখ বলে মনে করে নেন।
জীবনের চরম একটা পর্যায়ে পড়েও
বাবা সন্তানকে রেখে ভালো কোন
খাবার খাইতে চান না,
দামি কোন পোষাক পরিধান করেন না।
সন্তানের ভবিষ্যৎ জীবন গঠনের জন‍্য
বাবা জুতা অথবা সেন্ডেলে তলা
ক্ষয় না হওয়া পর্যন্ত ফেলে দেন না।
বাবার জীবনে সবচেয়ে বেশি কষ্ট হলো
সন্তানের অভাব পূরণ করতে না পারা।
শেষ বয়সে কোন সন্তান বাবাকে
বৃদ্ধাশ্রমে রেখে আসলেও
বাবা সন্তানের মঙ্গল কামনা থেকে পিছপা হন না।
একজন বাবার জীবনে পরম সুখ হলো
সন্তানের মুখে হাসি দেখা।
সে সন্তান তাকে সেবা করুক
অথবা তিরস্কার করুক।
বাবার সুখ বিমূখী মনোভাব
কোন বিশেষণ দ্বারা বিশেষায়িত করা যায় না।
তিনি বিশেষণের বিশেষণ।