সুখ
''''''
এম, শাহীনুজ্জামান


সুখ হলো অদৃষ্টের ফসল
যা কপাল জমিনে উৎপন্ন হয়।
টাকা পয়সা অর্থ বিত্ত দিয়ে
একে ক্রয় করা যায় না।
সবার ভাগ‍্যেও জুটে না
জুটলেও চিরকাল স্থায়ী থাকে না।
এটা একটা চলমান ক্রিয়া
ঘুরে বেড়ায় একজন হতে
আরেকজনের কাছে।
এ বেলা ধনীর কাছে,
ঐ বেলা গরীবের কাছে,
কখনো কারো কাছে স্থির থাকে না।
অনেকে ধারণা করে
প্রচুর অর্থ বিত্ত থাকলে
অনেক সুখে জীবন যাপন
করা যায়।
তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল।
সমাজে অনেকেরই আছে
প্রচুর অর্থ সম্পদ,
বড় বড় অট্রালিকা,
নামি দামি গাড়ি,সুন্দরী নারী,
কিন্তু মনে কোন সুখ নেই।
রাতে ঘুমাতে গিয়ে
ঘুমের ঔষধ সেবন করে
ঘুমাতে হয়।
অথচ একজন গৃহহীন মানুষ
খোলা আকাশের নীচে
মলিন ময়লা যুক্ত মাটিতে শুয়ে
গভীর নিদ্রায় রাত্রি কাটায়।
অনেকের সামনে ভাত,মাংস,
পোলাও সহ হরেক রকমের
সুস্বাদু খাবার সাজিয়ে রাখা হয়
ডাক্তারি নিষেধাজ্ঞার কারণে
সেগুলো না খেয়ে
ভিন্ন খাবার খেয়ে জীবন
যাপন করতে হয়।
অথচ অন‍্য আরেকজন
ধনীদের ফেলে দেওয়া উৎচ্ছিষ্ট ও
পচা বাশি খাবার খেয়ে তৃপ্তি পায়।
অনেকে আবার মনে করে
বাবা-মা কালো একটা মেয়ে
ঘাড়ে চাপিয়ে
জীবনটা করে দিয়েছে জ্বালাময়।
সুন্দরী একটা বউ পেলে
জীবনটা হত অনেক সুখময়।
কিন্তু সে জানে না
গোলাপ সুন্দর হলেও তার গায়ে
অনেক কাঁটা লুকিয়ে রয়।
অনেক নারীই ভাবে
ডিভোর্স লেটারে একবার সাইন
করতে পারলে বদ্ধ জীবনের
একটা অবসান হয়।
কিন্তু সেও জানে না নারীদের জন‍্য
বন্ধনহীন জীবন কখনই নিরাপদ ও
সুখের নয়।
সুখ আসলে কপালগুণে হয়
চাইলেই হাতের মুঠোয়
টেনে আনা সম্ভব নয়।
সুখ তার কপালেই হয়
স্রষ্টা যার উপরে সহায় হয়।