আমি সেই ছেলে-
যাকে নিয়ে তুমি গর্ব করতে,গল্প করতে,
স্বপ্ন দেখতে নতুন পৃথিবীর।
যার লেখা কবিতা,গান,গল্প শোনার জন্য
তুমি অধীর আগ্রহে অপেক্ষার করতে।
অহের সুর্য পশ্চিমে হেলে যাওয়ার সাথে সাথে
তুমি চার দেয়ালের গণ্ডি পেরিয়ে
বাইরে এসে আমাকে ক্ষুদে বার্তা পাঠাতে।
অনুরোধ করতে তোমার নামে
গল্প,গান,কবিতা রচনা করতে।
আমি সেই ছেলে।


হ‍্যা,আমি সেই ছেলে-
যে মনের মাধুরী মিশিয়ে
তোমার নামে লেখে দিতাম,
অজস্র গান আর অসংখ্য কবিতা,
যা হতে জন্ম নিয়েছিল তোমার হৃদয়ে
অফুরন্ত প্রেম আর ভালবাসা।
আমি সেই ছেলে।


আমি সেই ছেলে
যার আচার ও শিষ্টাচারে মুগ্ধ হয়ে
প্রায়শা প্রশংসা করতে অন্য মানুষের কাছে।
যার নীতি ও আদর্শের উপর ভিত্তি করে
গড়ে তুলেছিলে প্রেমের পর্বত
যার উপর দাঁড়িয়ে বাতাসে উড়াতে
ভালোবাসার ঘুড়ি,
যাকে নিয়ে গড়ে তুলেছিলে সুখের রাজ‍্য,
হৃৎ সাগরে ভাসিয়েছিলে প্রেমের তরী,
বুকের মাঝে বিচরণ করতে-
প্রতিটা ক্ষণ,প্রতিটা প্রহর।
আমি সেই ছলে।


আমি সেই ছেলে-
যার সহজ সরল প্রবৃত্তি দেখে
নামিয়ে দিয়েছিলে পাণি নামক তুমুল যুদ্ধে।
সে যুদ্ধে তুমিই ছিলে একমাত্র নাটের গুরু
বাতলিয়ে দিয়েছিলে নানা পথ।
তোমার প্রবল বাসনা পুরণ করতেই
সেদিন করেছিলাম তুমুল লড়াই।
সে লড়াইয়ে আমি এক পরাজিত সৈনিক।
সংগ্রাম-লড়াইয়ে সেদিন হেরে গেলেও
তোমার গায়ে লাগতে দেয়নি
একফুটা ফুলের আঁচর।
আমি সেই ছেলে।


আমি সেই ছেলে-
যে কখনও তোমার মাথার উপর পড়তে দেইনি
ক্রোধের প্রখর রবি,
কপালে ফুটে থাকতে দেইনি
কলঙ্কের শশি,
ভয়ংকর রুপে হাজির হতে দেইনি
প্রতিশোধের বিমূর্ত ছবি।
উপরন্ত নিজেই গলায় পেচিয়েছি
অপবাদের দড়ি।
আমি সেই ছেলে।


আমি সেই ছলে-
যে ভেঙে দিতে পারতাম
তোমার পরিবারের বিষদাঁত,
তোমার কপালে এঁকে
দিতে পারতাম কলঙ্কের কালো দাগ,
কিন্তু কিছুই করিনি,
নিয়ণ্ত্রণ করেছি আমার  রাগ।
আমি সেই ছেলে।


আমি সেই ছেলে-
যার চোখের জলে ভরে থাকে
বুকের নদ,
কষ্টের দাবানলে কেটে যায়
নির্ঘুম রাত,
অপমান আর অপবাদের গ্লানি ঘাড়ে নিয়ে
চলতে হয় সারা পথ।
ছলনার আঘাতে তছনছ হয়ে গেছে
জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ।
আমি সেই ছেলে।


হ‍্যা,আমি সেই ছেলে-
যার সাথে গল্প,চ‍্যাটিং করে পার করতে
প্রতিটা রাত,
অবাধে পূরণ করে নিতে
নিজেকে সাজানোর সকল সাধ
আর আল্লাদ।
বিনিময়ে আমাকে দিয়ে গেছো
অপমান আর অপবাদ।
আমি সেই ছেলে।


আমি সেই ছেলে-
যাকে তুমি,তোমার পরিবার দিয়েছ
অনেক প্রতিদান,
গ্রামের প্রতিটা নারী পুরুষের কাছে
ছড়িয়ে দিয়েছ নানা বদনাম,
গল্পে কথায় কুৎসা রটাচ্ছ অবিরাম।
এমন কি আইনের খাতায় লেখে দিয়েছ
ইভটিজার হিসেবে আমার নাম।
আমি সেই ছেলে।


হ‍্যা,আমি সেই ছেলে।