সাধ
"""""'এম,শাহীনুজ্জামান


বড় সাধ ছিল প্রেমের তরীতে
সুখের বাদাম উড়িয়ে
ভাসিয়ে নিয়ে যাব তোমায়
স্বর্গ সীমানায়।
ইচ্ছে ছিল খোপায় শিমুল
ফুল বেধেঁ দিয়ে
নব বধূ করে নিয়ে আসব তোমায়
বাড়ির আঙিনায়।
আশা ছিল নব রাজ‍্য তৈরি করে
নগরের রাণী বানিয়ে
সিংহাসনে বসাব তোমায়।
সখ ছিল পাহাড়ের চূড়ায়
প্রেমের চিলে কোঠা তৈরি করে
তোমার আগমনে বাজাব সাঁনাই।
অভিপ্রায় ছিল মেঘের ভেলায় চড়ে
উড়ে বেড়াব দুজনে
আলোক প্লাবিত জ‍্যোৎস্নায়।
কামনা ছিল পাথরে ফুল ফুটিয়ে
প্রেমের মাল‍্য তৈরি করে
পড়াব তোমার গলায়।
বাসনা ছিল বৃক্ষ তলে বসে
প্রেমের কাব‍্য রচনা করে
সারারাত ধরে শোনাব তোমায়।
কিন্তু আমার সকল সখ,সাধ
নিমিষে বিনষ্ট হয়ে গেল
তোমার শঠতায় আর ছলনায়।