লাল সবুজের রঙে রাঙা  
দেখতে লাগে বেশ
লাখো শহীদের রক্তে গড়া
সোনার বাংলাদেশ।
জোনাক জ্বলে পাখি উড়ে
ভ্রমড়  নিরুদ্দেশ
জল তরঙ্গে তরী ভাসে
নদীর নাইকো শেষ।
চাঁদে হাসে মুক্ত হাসি
আঁধারের নাই রেশ
গগন ভরা মুক্ত পবন
জমিন ভরা মেষ।
লাখো শহীদের রক্তে গড়া
সোনার বাংলাদেশ।
পাহাড়ে তলে জলরাশি
পাতায় বধুর বেশ
রাখালের মখে সুরের বীণা
প্রাণটা করে ফ্রেশ।
মানুষের প্রতি মানুষ সদয়
নাই  হিংসা-দ্বেষ
এক আকাশে নারী পুরুষ
উড়ায় মাথার কেশ।
লাখো শহীদের রক্তে গড়া
সোনার বাংলাদেশ।