মরার উপর খাঁড়ার ঘা


এই তো!
অল্প কিছু দিন আগে
বর্ষা মৌসুম শুরু হতে না হতে
হঠাৎ অতি আগ্রাসী রুপে
আগমন করেছিল সর্বগ্রাসী বন‍্যা।
মুহূর্তের মধ‍্যে তলিয়ে দিয়েছিল
হাজার হাজার একর
ফসল ভরা জমি
ধসে দিয়েছিল বসত বাড়ি,
ভেসে নিয়ে গিয়েছিল আসবাবপত্র,
মানুষকে করে দিয়েছিল গৃহহীন,
আশ্রয়হীন।
বিশুদ্ধ পানি আর অন্নাভাবে
মানুষ ছটফট করছিল
প্রতিটা ক্ষণ,প্রতিটা মুহূর্তে।
জনজীবন হয়ে পড়েছিল অতিষ্ঠ।
সে চরম বেদনা কাটিয়ে
না উঠতেই
আবার শুরু হয়েছে সর্বগ্রাসী
বন‍্যার নিদারুণ আক্রমণ।
চোখের সামনে তলিয়ে যাচ্ছে
রাস্তা ঘাট,
ধসে যাচ্ছে বসত বাড়ি,
ভেসে বেড়াচ্ছে গবাদি পশু।
নারী শিশু সহ সকলস্তরের
মানুষের মুখে এখন শুধুই
বেঁচে থাকার আকুতি।
তাদের চোখে এখন আর নাই
কোন রঙিন স্বপ্ন,
বুকে নাই বড় বড় আশা,
কামনা শুধু এ ধরাতে
কোন রকম একটু বেঁচে থাকা।
এ কেমন নিয়তি!
এ কেমন পরিণতি!
হে নিষ্ঠুর প্রকৃতি!