মা
         এম,শাহীনুজ্জামান।
মা,
তুমি উদিয়মান সূর্যের
আলোকিত রশ্মি,
অশান্ত সাগরের
শান্ত ঊর্মি।
তুমি রুপসী বাংলার
অতলন্ত নদী,
সুরভিত পুষ্পের
অমেয় সুগন্ধি।
তুমি অগম্য গগনের
সুরেলা পাখি,
তিমির রজনীর
উজ্জ্বল জ্যোতি।
তুমি পূর্ণিমা রাতের
দীপ্তিমান শশি,
বিস্তৃত ভূ-খন্ডের
উর্বর ভূমি।
তুমি অজস্র শাবকের
উদ্ধত জননী,
অসুস্থ সন্তানের
অতন্দ্র প্রহরী।
তুমি এক,অদ্বিতীয়া নারী,
বিধাতার পরে শুধু ,
তোমায় প্রণয় করি।