রূপের ভূমি
======
ওহে পভু জগত পতি!
সর্বশক্তিমান,
সৃজিয়ে তুমি আসমান- জমিন
রূপে ভরেছ প্রাণ।
বৃক্ষে দিয়েছ শ‍্যামলীমা
ফুলে দিয়েছ ঘ্রাণ,
পাতায় পাতায় ভোরের শিশির
নৃত্যে করে স্নান।
দিবসে ঝরে সোনালী রোদ
রাতে চাঁদের আলো,
গগন কোণে মেঘের ভেলা
ভাসলে লাগে ভালো।
পাহাড় কোলের জলরাশি
বাতাসে দোলা ধান,
ভ্রমর মুখের গুনগুনে গান
দুঃখ করে ম্লান।
বন বনানী বৃক্ষরাজি
পশু পাখি সিন্ধু নদী
সবই তোমার দান,
ওহে সর্বশক্তিমান!
সৃজিয়ে তুমি আসমান-জমিন
রূপে ভরেছ প্রাণ।