স্বার্থপর
""""""
সময় বিবর্তনের সাথে সাথে
অতি কাছের মানুষটি
অনেক দুরে চলে যায়।
অতীতকে ডাস্টবিনে ফেলে দিয়ে
সম্পূর্ণ পর হয়ে যায়।
ডায়াল কলের শীর্ষে যে মানুষটির নাম
সব সময় সঞ্চিত করে রাখত
পরবর্তীতে সে নামটি
ব্লাক লিস্টের ফেলে দেয়।
যে মানুষের ছোট্ট একটা
টেক্সট মেসেজের অপেক্ষায়
জেগে থাকত সারা রাত,
কালের বিবর্তনে সেই মানুষটির
মুঠোফোনের চ‍্যাটিং অপশনটাও
অন্তর্ভুক্ত করে দেয়
ব্লক লিষ্টের তালিকায়।
পৃথিবীতে অতি কাছের মানুষগুলো
তাড়াতাড়ি পর হয়ে যায়।
জন্মের পর হতে বয়োপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত
যে মানুষগুলো কাছে এসে দাড়ায়
তারা অনেকটাই স্বার্থহীন ও
সাদা মনের হয়।
কিন্তু বয়োপ্রাপ্ত হওয়ার পর হতে
আস্তে আস্তে যে মানুষগুলো
জীবনের চারিদিকে ভিড় জমায়
তারা পুরোটাই স্বার্থপর ও বেঈমান হয়।
স্বার্থ যত দিন থাকে ততোদিন
অতি বিশ্বস্ত হয়
স্বার্থ ফুরে গেলে নিজেকে গুছিয়ে নিয়ে
অন‍্যত্র চলে যায়।