অনেক আগেই মরে গেছে
মন কুঞ্জে গজে উঠা
সবুজ সেই তরু-লতা ।
রোদে শুকিয়ে ছারখার
হয়ে গেছে
সবুজের শ‍্যামলীমা।
বৃক্ষ হতে বহু আগে
ঝরে গেছে  
সুখের কোমল পাতা।
হৃদয় গহিন হতে
বের হয়ে গেছে
বিশুদ্ধ সেই ভালবাসা ।
ছলনার ঝর
লণ্ড ভণ্ড করে দিয়ে গেছে
তিলে তিলে গড়া
রঙিন বাসনা ।
শঠতার ঢেউ
তলিয়ে দিয়ে গেছে
সুখের নৌকা।
বুকের মধ‍্যখানে
দাউ দাউ করে জ্বলছে
বিরহের আগুন
মন বাতায়নে বয়ে বেড়াচ্ছে
দুঃখের পবন।
চারিদিকে শুধুই হতাশার
ঘন কুয়াশা।
তবুও বেঁচে আছি
বুকে নিয়ে এতটুকু আশা।
কখন  ভেঙে দেব?
ছলনাময়ীর শঠতার বাসা।