দিনের আলো নিভে গেলো
অন্ধাকারে বসবাস
চারিদিকে আঁধার
আমি ঘুমিয়ে আছি
কেউ একজন ডাক দিলো,
তবুও নড়ছে না দেহখানি।।


আত্মার আখিঁ খুলে দেখলাম
কতশত মানুষ বন্ধু বান্ধুব আছে পাশে দাড়িয়ে,
কেউ কেউ হাত রেখে মাথায়
কাঁদছে ধুঁকে ধুঁকে দেখছে আমায়।।


চিৎকার করে জানালাম
আমি জীবিত,
আমি নই মৃত্য,
কেউ শোনে না চিৎকার আমার
সবাই ভাবছে নেই ছেলেটি আর।।


আমি কি তাহলে মৃত্যুবরণ করেছি,
সব দু'চোখের সামনে
তবুও জেনো
ছুঁয়ে দেখতে পারিনা।।
প্রতারক প্রেমিকাটাও,
মন ভরে দেখছে আমায়,
শেষ দেখাটা।।


পাশে মা পাগলের মত খুব কান্না করছে,
বাবা দূরে বসে চেয়ে আছে,
ছোট বোনটাও
ভীষন ভাবে দাদা দাদা বলে ডাকছে,
ছোট আদরের ভাইটিও
সাদা কাপড় দিয়ে খাঁটিয়া সাজাচ্ছে।।


আমি সব দেখছি
আমার দু'চোখ দিয়ে,
অশ্রু কান্নায় ভেঙে পরছি
তবুও সবাই ভাবছে আমি মরে গেছি।।


সবাই ওঠে দাঁড়ালো
মা চিৎকার করে বলছে,
আমার বাজানকে তোমারা নিও না।।
বোনটিও কাঁদছে
ভাই ভাই ওরে আমার ভাই রে,
কোথায় যাস আমাকে ছেঁড়ে।।


ছোট্ট ভাইটি বুকের ভিতরে চাপা কান্না
চেপে রেখে,
বাবাকে দিচ্ছে শান্তনা।।
বন্ধু বান্ধব সব দাঁড়িয়ে
দিচ্ছে আমায় জানাজা,
অন্ধকার ঘরে আমাকে একা রেখে
যাচ্ছে সবাই একটু একটু করে দূরে সরে,
আমি চিৎকার করে বলছি,
আমি এখনো জীবিত,
আমি এখনো জেগে আছি,
আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি।।


কেউ শোনে না চিৎকার আমার
কেউ শোনে না হাহাকার,
কেঁদে কেঁদে ক্লান্ত আমি
কেউ দেয় না শান্তনা আমায়,
চলে গেলো একেক করে
রেখে গেলো একা কবরে আমায়।।