আমার লাশের পাশে রাখা
আগরবাতির ঘ্রাণ,
তোমাকে ঘুমাতে দিবে না,
তুমি ঘুমাতে চাইলেও পারবেনা,
আমার স্মৃতি গুলো চারিদিকে শুধু,
তোমায় ডাকবে।।


এই ভাবে কেটে যাবে
বছররের উপর বছর খানি,
একদিন তুমি বুড়ি হবে,
তোমার চুল পাকা ধরবে,
তোমার হাতে লাঠি থাকবে,
একদিন তুমি ফিরে এসো সেই পথে,
যে পথে আমার মৃত্যু হয়েছে।।


তখন হয়তো তুমি মুক্তি পাবে,
আমার আত্মার স্বাদ মিটবে,
আমার আত্মা হবে তখন মুক্ত,
আমি থাকবো অপেক্ষায়
পরো জনমের জন্য।।


এই জনমে তো তুমি আমার হলেনা,
পর জনমে মনের মানুষ হয়ে,
দুজনে আবারো জন্ম নিবো,
এই সুন্দর পৃথিবীতে।।