এসে যায় সময়
হারিয়ে যায় সব
তারাদের সাথী হবে আত্মা
জোর তালি দিয়ে ছেড়ে দেয় দেহখানা
চলে যাই এবার আপন ঠিকানায়।।


সময় কাটানো স্মৃতিগুলো
পড়ে থাকবে হয়তো
কোন এক অন্ধকারে,
কেউ রাখবে বেঁধে
কেউ উড়াবে বাতাসে।।


কেউ যাবে ভুলে
কেউ করবে কুলখানি বছর খানির পরে,
ধীরে ধীরে সবাই যাবে ভুলে
শুধু একটি মানুষ রাখবে মনে
সন্তান হারনোর বেদনা বুকে ধরে।।


কেউ হবে না
অবুঝ মনের সাথী,
নিয়ম মেনে-ই যেতে হবে
সত্যি একলা পথে,
রাখবে না কেউ যত্ন করে
বিদায় দেবে সাদা কাফনে।।