কবিতা : চলো ছাদে যাই,
এক চাদর গায়ে দু'জন
জড়সড় হয়ে আকাশ দেখবো।
কাব্য : হ্যাঁ চলো।
কবিতা : দেখো চাঁদ টা কেমন ঢেকে গেছে মেঘে,
কাব্য : হ্যাঁ ঢেকে গেছে
তবুও সুন্দর তোমার মতন।
কবিতা :তোমার কোলে মাথা রেখে আমি চাঁদকে দেখি।
কাব্য : হুম রাখো।
কবিতা : তোমার বুকের ওমে আমায় উষ্ণতা দিয়ো।
কাব্য : হুম এসো আমার বুকের ভিতর।
কবিতা : সময় বড়ই নির্দয়।
কাব্য : কেন এ কথা কেন?
কবিতা : চলে যাচ্ছে তার আপন গতিতে,
একবার ও ফিরে দেখেনা,
কতটা প্রণয়ের ঝড় বয়ে যায় হৃদরেয় মাঝে।
কাব্য : হ্যাঁ মধুময় সময় বেশিক্ষণ রয়না,
কি আর করার।
কবিতা : একটা স্মৃতি দেবে?
কাব্য : কি চাও বল।
কবিতা : আলতো করে কপালে ছুঁয়ে দিয়ে বল,
আবার দেখা হবে কোনো এক পূর্ণিমা রাতে।
কাব্য : হ্যাঁ, আমাকে যে আসতেই হবে।
কবিতা : দেরি যে আর শয় না।
কাব্য : আর কিছুদিন সবুর করো।
কবিতা : আমার সকল অপেক্ষা
তোমার নামেই লিখে দিলাম।
কাব্য : এখন তবে আমি বিদায় নিলাম।।