চোর ভাই,চোর ভাই
অল্প কথা বলে যা-ই
সরকারের দেয়া ছোট্ট ত্রাণ
নিতে কী তোমার কাঁপলো না প্রাণ,


অসহায়ের মুখে লাথি মেরে
খাচ্ছো ওদের আহার কেঁড়ে
ভয় কী তোমার একটু নাই
মৃত্যু একদিন আসবে ধেয়ে,


হারাম আর খাবে কতো
গরীবের হোক মেরে
ফল একদিন ঠিকই পাবে
কুষ্টি ক্যান্সার রোগে ভোগে।


যে ত্রাণ করছো চোরি ক্ষমতার জুড়ে
সমাজপতি মনুষ্য তুমি
তবুও ত্রান ছাড়ছো না
করছো ভাগাভাগি
হিসাব আমি লিখে রাখি
কবিতার চরণ ধরে,


শতশত চোর জন্ম নিছে
মানুষরূপী রাক্ষস মনুষ্যত্বহীন
নামধারী সাদা পোষাকের বেশে
আমার স্বাধীন সোনার দেশে।