এখনো জেগে আছি আমি,
একাকী মাঝ রাতে,
ছন্দে ছন্দে মিলাতে পারিনি বলে,
লেখা হয়নি কবিতা খানি।।
ইচ্ছে ছিলো গল্পটা হবে পূর্ণ,
ভাঙা নায়ের উছিলায়,
ওঠলেনা আমার নায়,
অপূর্ণ গল্পটা পেলো না আর পূর্ণতা।।


স্বপ্ন ছিলো তোমার দু'চোখে,
নিঃশেষ করে দিবে আমাকে,
তাইতো ঝড়িয়ে দিলে রাস্তার তিরে,
সুগন্ধি ফুলের গন্ধের আভাষ।।


গন্ধেগন্ধে এগিয়ে যাচ্ছিলাম,
শেষ নিঃশেষের আশায়,
হঠাৎ করে হারিয়ে গেলে,
না বলে অন্যের ভেলায়।।


মরচে পড়া কিছু স্মৃতি নিয়ে,
রাত একাকী জেগে রই,
আমার সেই ভাঙা নায়ে,
এখনো কেউ বসতে পারিনি।।


যদি সুযোগ হয়ে ওঠে তোমার,
হাতে করে নিয়ে এসো একটি লাল গোলাপ,
ভালোবাসি বলতে হবে না তোমার,
রেখে যেও সমাধিতে আমার,
অপূর্ণ গল্পটা পেয়ে যাবে পূর্ণতা।।