আমি দেখে যা-ই শুধু তোমায়
তোমার বুক পিঠের সেই কালো
সুদৃশ্য তিলকে,
গড়ে যা-ই হাজার কাব্যিক ভাষায়
উপলব্ধি করি,সৃষ্টিকর্তা কতো মায়ায়
গড়েছে তোমার ঐ রূপ।


আমি লিখে যা-ই কবিতা'কে নিয়ে
নীরব শেষ যামিনীতে
নিকোটিনের ধোঁয়া উড়িয়ে,
হত্যা করি ভালোবাসা মন খেয়ালে
আবার প্রেমে পড়ে যা-ই
নির্ভয়ে তোমার নবরূপে।


কৃতজ্ঞ ঐ সৃষ্টিকারী ঈশ্বরের কাছে
কতো সুন্দর করে স্বয়ং ভাবনায়
প্রতিমার মত গড়েছে তোমায়,
টগবগ লাল গোলাপি রাঙা ঐ ঠোঁট
অপূর্ব দু-চোখ, চোখের চাহনি।


আমি লিখে যা-ই শুধু তোমায়
কবিতার চরণে কলমের চিহ্নে,
ঐ হাসি ভরা ঐ বদন
মাতোয়ারা করে যায় তৃষ্ণার্ত আমাকে।


শত প্রণাম ঈশ্বর'কে জানাই
ক্ষনে ক্ষনে প্রতিমুহূর্তে,
কবিতার মত প্রতিমা গড়েছে
নীল আকাশের নিচে
কতো সুন্দর করে তোমাকে।