বিদায় বেলা করো না হেলা
সাদা কাপড়ে দিও ঢেকে
শেষ বারের মত মুখ দেখে।


করো না আর্তনাদ শেষ রাতে
কান্নার জলে ফিরবো না আর
তোমার গড়া অবহেলিত শহরে।


যদি চলে যা-ই  চিরতরে
অপেক্ষা করো না, বিদায় ক্ষনে,
আলো আঁধারের এই জীবন যাত্রায়
কেউ হাসে,কেউ কাঁদে
মনের অতলে দুঃখ পুষে।


অপেক্ষায় কেটেছে চোখের জলে
তবুও তুমি আসোনি ফিরে
অভিমান অহংকারে পরিপূর্ণ হৃদয়ে
ভাসোমান ছলনায় রেখেছ দূরে।


তবুও বলে যাই
বিদায়ী ক্ষণে করো না হেলা
চাইনা আর ফুলের মালা সমাধির তরে
দু'মুঠো মাটি দিও যদি পারো সাদা মনে।