যখন নিঝুম রাতে একা একা বসে
বাড়ান্দাতে নিকোটিনের ধোঁয়া
বাতাসে উড়িয়ে দেই।
আকাশের তারা গুলো মিটিমিটি করে জ্বলে,
তখন তোমার মায়াবী চেহারা'ই'
সব চেয়ে বেশী চোখে ভেসে ওঠে।।


মায়াবী চোখের পাপড়ি,
অসাধারণ ছিল তোমার চোখের চাহনি,
আমি আজও সেদিন গুলো ভুলিনি।।
কবে যে শেষ দেখে ছিলাম,
দেখেছিলাম তোমার মুখের মিষ্টি হাসি,
সেই হাসিটা আজও আমি ভুলিনি।।


শেষ রাতে যেমন পৃথিবীটা একা হয়ে যায়,
চারিদিকে শব্দ বিহীন তারা গুলো নিঝুম,
ক্লান্তহীন নির্ঘুম রাতে,
আকাশের প্রাণে মুখ তুলে চেয়ে থাকি,
যদি আরেক টুকু দেখতে পাই তোমার মুখখানি।।


আর হাউমাউ করে চিৎকারের সাথে,
কষ্ট মাখা কন্ঠে চোখের কোনে জল নিয়ে,
বারবার ডাকতে থাকি তোমাকে।।
কেনো অল্প সময়ের জন্য,
আমার জীবনে আসা তুমি,
এত তাড়াতাড়ি হারিয়ে গেলে।।