আমরা মানুষ,
আমরা শুন্য হস্তে এ ধরনীর বুকে করেছি জন্মগ্রহণ ,
ছুটছি দিকবিদিক করিতে অর্জন যা প্রয়োজন


আমরা মানবতার কল্যাণে নিয়োজিত হতে জানি,
তবুও কেন ?
      আমরা স্বীয় সার্থে  নিমিষেই হয়ে উঠি মহাখুনি


আমরা পরের মুখে অন্ন জোগাই ধরনীর বুক চিরি,
তবুও কেন ?
     আমরা  পরের পেটে লাথি মেরে ভরি নিজের ভুরি।


আমরা অন্যর কষ্টে কাঁদতে জানি তাদের অসময়ে পাশে থাকি,
তবুও কেন ?
আমরা অন্যর কষ্টে হাসি তাদের বেদনায় ভরে রাখি।,


আমরা মানুষ এ পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ প্রাণী
আমাদের আছে হিতাহিত জ্ঞান তবুও কেন করি হানাহানি।