বি:দ্র:-"সবাই প্রায় আমার কাছের বন্ধু,তারপরও সবার জীবনে একজন না একজন চরম ভালো বা খারাপ বন্ধু থাকে!আমারও আছে তেমন খারাপ বা ভালো বন্ধু।সবাই তো সমান না।কেউ খোঁজ নিবে আবার কেউ নিবে না।এটাই স্বাভাবিক।আমার প্রিয় বন্ধুকে নিয়ে একটি কবিতা লিখে ফেললাম,জানি না কেমন হলো?"
❤ ❤


বন্ধু বল,তোকে নিয়ে লিখবো কি আর?
বন্ধু চল,তোর হাত ধরে ঘুরি সারা পৃথিবীর চর!
বন্ধু তুই,আপন রক্তের কেউ নয় তো তাই কী?
বন্ধু শোন,আপন হলেই হয় না রে সব আপন জানিস কি!
বন্ধু তো,বাল্যকালের আলতো করা স্মৃতিরোমন্থন!
বন্ধু সে,মনে পড়বে সারাক্ষণ জীবন অনন্ত।
বন্ধু তোকে,মাঝে মাঝে মারবো ব্লক ফেসবুকে!
বন্ধু তোরে,খুলে দিবো আজীবন আমার এবুকে!
বন্ধু তুই,জানি বাসিস না ভালো আমাকে!
বন্ধু তুই,বুঝে নিস ভালোবাসি কত খানি তোকে!
বন্ধু তোর,মন খারাপ হলে চলে আসিস আমার কাছে।
বন্ধু তোর,বিপদ হলে পাবি সর্বক্ষণ তোর পাশে।
বন্ধু তোর, হলে প্রয়োজন আমার ডাকিস দূর থেকে।
বন্ধু তোকে,ছেড়ে যাবো না আমি তোরে রেখে।
বন্ধু রে,তুই আমার সবই কিছুর ভাষা বুঝিস বলার আগে।
বন্ধু তোর,খুব হবে প্রয়োজন যদি আমার বিপদ পিছু লাগে।
বন্ধু তোকে স্মরণ করে,তাই লিখেছি কবিতার দুটি লাইন বুঝে না বুঝে।
বন্ধু তোদের,সবাইকে স্মরণ করছি গভীর রাতে এই প্রবাসে।


মোঃ শাহীন আক্তার।
মালয়েশিয়া।
২৬/০৭/২০১৭ইং।


#কবিতা_শাহীনের।