হারাবার পরে তারে ভাবি কত কিছু
আগেরই মত সব ধরে থাকে পিছু।
ভালবেসে আজো প্রাণ কাছে পেতে চায়
স্বপ্ন আঁকি দু'নয়নে থাকি অপেক্ষায়।
ফিরে যদি আসে বুকে ঠান্ডা হবে মন
কলিজায় নিবো ভরে বলে বড় ধন।
জানা নাই তার মনে আছি কত খানি
ভাবি যদি তার কথা দুঃখ হয় পানি।


অসহায় হয়ে আছে বেঁধে পর ঘর
নিশি ভরে চোখে অশ্রু ঝরে ঝরঝর।
সুখ নয় কান্না দিয়ে চলে আসি দূরে
ছাই হয়ে গেছে বুক জ্বলে পুড়ে পুড়ে।
অভিশাপ দেয় বুঝি নাকি গেছে ভুলে
আজো তার প্রেম পেতে মন রাখি খুলে।


রচনা কাল : ০৪/০১/২০১৯ ইং