হারাবে কি একদিন? লাগে কেন ভয়?
আজ নিশিতে হৃদয় হয় যেন ক্ষয়।
কেন জানি মন বলে হবে না আমার
ভুলে হয়ে যেতো পারো অন্যের আবার।
হাসি মুখের কথায় প্রাণ ভরে যায়
কথা না হলে আবার মন কষ্ট পায়।
এই কষ্ট বড় কষ্ট সইতে না পারি
গভীর নিশিতে চোখ অশ্রু দেয় ছাড়ি।


নিশ্বাস কখনো যদি হয়ে যায় পর
সেদিন করিও তুমি অন্য কারো ঘর।
আমি থাকতে ভুলেও এমন ভেবনা
তুমি ছাড়া এই বুকে কাউকে নেবনা।
তুমি আমি দু'জনায় এক সাথে রবো
আনন্দে ভরিয়ে দিবো এই কালো ভব।


রচনা কাল : ১৮/১০/২০১৮ ইং