কান্না দিয়ে দু'নয়নে প্রেম নাহি দিলি
কুড়ে কুড়ে মনটার সব সুখ নিলি।
ঘুমহারা সারা নিশি ভাবি শুধু তোরে
দু'টি চোখে জ্বালা পোড়া করে যেন ভোরে।
অন্ধকারে স্মৃতি হাসে লাগে চমৎকার
তোর আসা হয় নারে আর এই ধার।
পর বুকে কত সুখ পেলি তুই আজ
ছেড়ে গেলে তাই দেখি বিরহের সাজ।


আর নাহি হবে কভু দু'জনার মিল
ধীরে ধীরে যাবে শুকে যেন ভরা বিল।
পথে ঘাটে একা আজ ঘুরি খালি পায়ে
কত কষ্ট কত জ্বালা এসে লাগে গায়ে।
গান গাই মাঝে মাঝে বিরহের সুরে
কেউ নাহি বোঝে মোর বুক গেছে পুড়ে।


রচনা কাল ঃ ১৬/০৫/২০১৯ ইং