ফাল্গুনের কোন রাতে চাঁদ হেসে ছিল
মুখোমুখি দুটি প্রাণ বসে যেন ছিল।
সুখের পবন যেন বয় দুটি প্রাণে
বিরহ ছিল না সেথা যেন কোন ক্ষণে।
স্বপ্ন ভরা দুটি প্রাণে আরেক ফাল্গুনে ;
মিশে যাবে দুটি প্রাণ সুন্দর ভুবনে।
রুপ কথা গল্প কথা সত্যি হবে তবে
প্রেমের সাগরে যেন তরী ভেসে রবে।


ফাল্গুন মিষ্টি হাসায় বিরহ বাড়ায়
আমি বুঝি আজ তাই কোকিল কি কয়।
গানে ফোটে হাসি মুখ গানে ব্যথা বাড়ে
প্রেমে মন সুখী হয় মন যায় পুড়ে।
ফাল্গুন সুখের মাস মানে না হৃদয়
সুখ দিয়ে ব্যথা দেয় এ ভুবনময়।


রচনা কাল : ১৫/০৩/২০১৮ ইং