লাখো শহিদের রক্তে এসেছে বিজয়
কোটি বাঙালির প্রাণ জেনেছে নিশ্চয়।
অত্যাচার নির্যাতন অন্যায় শাসন-
করেছিল গ্রাস যেন পাতিয়া আসন।
চারদিকে হাহাকার দুঃখের অনল
মুখ বুঝে সয় সবে দিয়েছে টহল।
দিন গেছে রাত গেছে জ্বলেছে অন্তর
খুঁজে গেছে কোথা আছে সুখের বন্দর।


গ্রাম শহরের সবে জেগেছে যখন
মুক্তি চাই এক সুর উঠেছে তখন।
ধপাধপ পড়ে গেছে সহস্র বাঙালি
ছেলে হারা মায়ে গুলো হয়েছে কাঙালি।
তারপর মুক্ত পাখা মেলছে আকাশে
বিজয়ের গান গেয়ে উড়ছে বাতাসে।


রচনা কাল : ১৬/১২/২০১৮ ইং