আমারে কে নিবি আয়, সঁপে দিবো প্রাণ
সারাক্ষণ পাশে থেকে শুনাবো যে গান।
ভালবাসা পেতে তোরা আয় ছুটে আয়
নিরবেই ভালবেসে যাবো যে হারায়।
ব্যথা দিয়ে যদি তোরা দূরে চলে যাস
তাহলেই কেঁদে যাবে, মন বারোমাস।
কষ্ট দিবি প্রাণ ভরে মনে যত চায়
ভাল হবে পাশে থেকে কাঁদালে আমায়।


আয় তোরা বন্ধু হতে মোর ঠিকানায়
ব্যথা ভরা চিঠি খানি পথে পড়ে যায়;
সেই চিঠি তোলা হবে যদি না আসিস
মরে যাবে মন প্রাণ যদি না হাসিস।
কে হবি বন্ধু আমার ধরণীর পরে
আসিস না আর মোর স্বপনের ঘোরে।


রচনা কাল : ০৫/০৬/২০১৮ ইং