গিয়েছে অনেক দূরে বোঝে নাহি মন
ছলনা করেছে বলে ভাসে দু'নয়ন।
হৃদয়ে শূন্যতা শুধু করে হাহাকার
অপেক্ষা করেছি কত এলো নাহি ধার।
সুখের ঠিকানা পেয়ে ভুলে গেছি আজ
অন্তরে ব্যথার নদী চলে ফেলে ভাজ।
অনেক অনেক সুখে আছে ঘর বেঁধে
প্রাণটা মিছেই যেন যায় শুধু কেঁদে।


জীবনে পেলাম নাহি আশাতীত সুখ
চেয়েছি ভুলতে তারে পুড়ে যায় মুখ।
কিছুই পাইনি আমি শুধু ব্যথা ছাড়া
আঁধারে নয়নে বয় যেন অশ্রু ধারা।
জানতো কখনো যদি দেখা সেই দিতো
বেদনা দিলেও যেন কাছে টেনে নিতো।


রচনা কাল : ০৮/০৩/২০১৯ ইং