অপেক্ষায় কাটে দিন কাটে কত রাত
ভুলে গেছে মায়া ভরা সেই দু'টি হাত।
বেদনার নীলাকাশে স্মৃতি গুলো উড়ে
কষ্ট গুলো কাছে থাকে নাহি যায় দূরে।
এত ব্যথা এই প্রাণ শুধু সয়ে যায়
বিনিময়ে তার দেখা নাহি কভু পায়।
ভালবেসে অপরাধী হয়ে গেছি আজ
বিরহের নানা রঙ তাই করে সাজ।


কোন এক দিন তারে যদি পাই কাছে
সব কথা দিবো বলে যত বুকে আছে।
ব্যথা যত এই প্রাণে করে বসবাস
তার বেশি তার কথা মনে করি চাষ।
স্বপ্ন যেন হয় পূর্ণ বেদনার পরে
সুখে থাক পর ঘরে যুগ যুগ ধরে।


রচনা কাল : ০২/০৫/২০১৯ ইং