বার বার ফিরে দেখা সেই চেনা মুখ
ধীরে ধীরে চলে গেল নিয়ে সব সুখ।
কোথা গেলে আর তারে পাবো খুব কাছে
অর্থ নয় শুধু প্রাণ আছে মোর কাছে।
এই বুকে শুধু প্রেম আর কিছু নাই
এই প্রেম দামহীনা উড়ে হয়ে ছাই।
মনে মন কারো সাথে আর নাহি মেলে
ভুল করে বড় ফুল মোরে একা ফেলে।


চেনা জানা মুখ কেন দুঃখ দেয় প্রাণে
দিবানিশি বুক জ্বলে কেউ নাহি জানে।
সয়ে যাই প্রতিক্ষণ অশ্রু ভেজা বুকে
কোন দিন যেন যাই মরে ধূকে ধূকে।
গান ভরা এই মন কেড়ে নিল সেই
বিরহের হাসি গুলো কারে আজ দেই?


রচনা কাল : ৩০/০৪/২০১৯ ইং