যদি জানতাম প্রেম হয়ে যায় ছাই
সেই প্রেম তবে বুকে পেতো নাহি ঠাই।
কিছু কাল সুখ দিয়ে চিরকাল দূরে
ব্যথা গুলো আরো বেড়ে প্রাণ যায় পুড়ে।
আশা যদি যায় ভেঙে মন ভেঙে যায়
ভালবাসা অশ্রু জলে কেন উছলায়?
সুখ পাখি নীড়ে ফিরে দুঃখ যদি বোনে
তার সুখ কোনদিন কেউ নাহি শোনে।


পথে ঘাটে চুপিসারে কেহ কান্না করে
গান ভেবে লোকজন শোনে মন ভরে।
জানে নাহি এত সুর কোথা হতে আসে
মুগ্ধ হয়ে শ্রোতাগন সুখে যেন ভাসে।
স্বপ্ন ভাঙা শুরু হলে স্বপ্ন শেষ হয়
প্রেম নয় চিরকাল বিরহের জয়।


রচনা কাল : ০৭/০৫/২০১৯ ইং