কত ভালবাসি আমি জানো না ক তুমি
রাতের গভীরে বুক ধূধূ মরুভূমি।
তুমি বিনা সব দিকে শুধু হাহাকার
জল নেই কোন খানে যাই যেই ধার।
তোমাতেই শুধু সুখ তোমাতেই প্রাণ
তোমাতে কবিতা আর লেখা কত গান।
মরে যাবে এই মন যদি যাও দূরে
হৃদয়টা চিরতরে ছাই হবে পুড়ে।


বন্ধু হয়ে চিরদিন থাকা বড় দায়
সময়ের স্রোতে বন্ধু কত যে হারায়।
ভাল হয় এর থেকে হলে যে আপন
এক সাথে সব কিছু জীবন যাপন।
কান্না হাসি দুঃখ কষ্ট দু'টি প্রাণ মিলে
সহজ হত জীবন এটা মেনে নিলে।


রচনা কাল : ০৯/০৮/২০১৮ ইং