বসন্ত আসলে পাখি নানা দিকে ছোটে
গাছের শাখায় ফুল কত রঙে ফোটে।
শীতের শুকনো ছোঁয়া আর নাহি থাকে
সুখের পবনে মন স্বপ্ন শুধু আঁকে।
মায়াবী আঁখির প্রাণে কত কথা বাজে
রঙিন ভুবন মাঝে প্রেম যেন সাজে।
আঁধার বেলায় সব লাগে আলোকিত
সুখের দুয়ার যদি কাছে ডেকে নিতো।


থামলে শীতের বায়ু করে শীনশীন
ভাবছি একেলা বসে আর কয় দিন?
আসবে সুখের ক্ষণ রুক্ষ শুষ্ক ভেদে
সেদিন নয়ন আর নাহি যাবে কেঁদে।
হৃদয় হাসবে শত ফিরে পেয়ে কূল
ভাসবো সাগর জলে হয়ে পদ্মফুল।


রচনা কাল : ০৩/০২/২০১৯ ইং