বৃষ্টি এলো কান্না গেল স্বর্গ এলো ভবে
বৃষ্টি জলে ভেসে গেল অশ্রু জল সবে।
বৃষ্টি মাঝে গান এলো হৃদয় গলিতে
তেঁয়াশিয়া স্কুলপাড়া বাজল বাঁশিতে।
রিমঝিম বৃষ্টি চালে করে যেন নৃত্য
সেই সাথে রাঙা পরী গ্রামে হয় ভৃত্য।
দেখে পরী দুঃখ আছে গরীব ঘরেতে
তাই সেবা করে সে যে আপন হাতেতে।


বৃষ্টি মাঝে মেঠো পথে কে খেলেরে খেলা
আম্র বনে বৃষ্টি জলে ভাসে ছোট্ট ভেলা।
আম পড়ে জাম পড়ে বৃষ্টির ছোঁয়ায়
ডাল ভাঙে চাল উড়ে ঝড় বেগে হায়।
ছোট ছোট ছেলে মেয়ে খেলে কাঁদা জলে
তাই দেখে নিলাকাশে সূর্য ওঠে জ্বলে।


রচনা কাল : ২৯/০৪/২০১৮ ইং