তীব্র গরমের মাঝে বৃষ্টি যদি ঝরে
খুশি হয়ে মন তবু কাঁদে যে অঝরে।
ভাঙা ঘর ভাঙা চালা পানি পড়ে তাই
সব কিছু যায় ভিজে কাহারে জানাই?
রাত্রি বেলা বৃষ্টি এলে ঘুম ভেঙে যায়
ভাল ঘর তারা যেন সুখেতে ঘুমায়।
বিছানার কত স্থানে রাখি কত কিছু
পানি পড়ে চৌকি নাহি ভেজে না রে পিছু।


বেশি টাকা কবে হবে দিবো ভাল ঘর
ঘুম হবে ভাল ঘুম বৃষ্টির ভেতর।
ঝড় দেখে আর ভয় হবে না ক আর
শৈশবের আম্র বনে ছুটবো আবার।
গাইবো বৃষ্টির গান বৃষ্টি মাঝে শুয়ে
জানালার ফাঁক দিয়ে বৃষ্টি ফোঁটা ছুঁয়ে।


রচনা কাল : ২৬/০৪/২০১৮ ইং