এক বনে সাত ফুলে শত রঙে ধরো
কেমন চিনবো বলো নাহি ধরা পড়ো।
সূর্য ছাড়া নিশি দিলে, দিলে চাঁদ তারা
মিটিমিটি জ্বলে দেয় জোনাকিরা সাড়া।
মেঘে ডেকে গেলে সব তবু যেন জ্বলে
বিদ্যুৎ চমকানো যেন লোকে তারে বলে।
এত আয়োজন শুধু সূর্য নাহি বলে
তোমায় ধরতে মন দিবানিশি চলে।


কোন ধর্মে সত্যি বসে আছো নিরালায়
সব ধর্মে সত্য তুমি মিথ্যা শোনা যায়।
মসজিদ না মন্দির থাকো কোন খানে
যার ডাকে দিচ্ছো সাড়া কেউ কি তা মানে?
মসজিদে ডাক শুনি মন্দিরেও ডাকে
শাহিন রে সত্য সব মিথ্যে নাহি হাঁকে।


রচনা কাল : ০৬/১০/২০১৮ ইং